Pride Flag - Latest News on Pride Flag| Breaking News in Bengali on 24ghanta.com
সোচি অলিম্পকের সূচনা রামধনুর রঙে রাঙিয়ে দিল গুগল ডুডল, পুতিনের সমকাম বিরোধী প্রচ্ছন্ন অভিযানের বিপক্ষে   অভিনব প্রতিবাদ জানাল গুগল

সোচি অলিম্পকের সূচনা রামধনুর রঙে রাঙিয়ে দিল গুগল ডুডল, পুতিনের সমকাম বিরোধী প্রচ্ছন্ন অভিযানের বিপক্ষে অভিনব প্রতিবাদ জানাল গুগল

Last Updated: Friday, February 7, 2014, 09:36

``খেলাধূলার অভ্যাস মানুষের অধিকার। কোনও ধরনের বৈষম্যে মানুষের খেলাধুলার পথে বাধা সৃষ্টি করতে পারে না। অলিম্পিকের মূলগত আদর্শকে সঙ্গে নিয়ে খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন যে কেউই। এর জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব, সংহতি এবং সততা।``