Last Updated: Sunday, October 28, 2012, 15:39
একের পর এক দুর্নীতি, শরিকদের গোঁসা, সংস্কারের `সাইডএফেক্ট`, আর বিতর্কের অসুখে কাবু মন্ত্রিসভাকে অক্সিজেন দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর তাঁর প্রায় আইসিইউতে চলে যাওয়া মন্ত্রিসভার ভাবমূর্তিকে বাঁচাতে আসল অক্সিজেনটা ছিলেন রাহুল গান্ধী। মনমোহন সিং নিজে দারুণভাবে চেয়েছিলেন যাতে রাজীব পুত্র মন্ত্রিসভায় যোগ দেন। কারণ মনমোহন সিং মনে করেন এতে একদিকে যেমন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হত, তেমনই সরকারের বেশ কিছু নতুন চিন্তাভাবনা আমদানি করতেন রাহুল।