Last Updated: Thursday, January 10, 2013, 21:39
গণশক্তিকে শতবার্ষিকী হল ভাড়া দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করেছে। এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সোমবার ঘেরাও করে টিএমসিপি সমর্থকেরা। অবস্থান-বিক্ষোভ চলে উপাচার্যের ঘরের সামনেও। কিন্তু টিএমসিপির এই অভিযোগ কতটা যথার্থ? তথ্য বলছে ওই একই হলে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। তাও বেশি দিন আগে নয়।