Last Updated: Monday, April 2, 2012, 18:39
বিপাশা বসু থেকে মণীষা কৈরালা। ঐশ্বর্য রাই থেকে সোহা আলি খান। অনেক `বলিউড` কন্যাই কেরিয়ারের কোনও এক মাহেন্দ্রক্ষণে কাজ করেছেন কোনও না কোনও বাংলা ছবিতে। তবে বাংলা ছবিতে নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ রাখলেও, ছবিতে বাংলা বলার সাহস দেখাননি কেউই।