Last Updated: Tuesday, August 27, 2013, 20:02
সালটা ছিল ২০০৯। `পা` নামের একটি মূলধারার হিন্দি সিনেমা চমকে দিয়েছিল তামাম ভারতকে। আট বছরের এক শিশু বন্দী ৮০বছরের এক বৃদ্ধের শরীরে। নাম ভূমিকায় অমিতাভ বচ্চন। বছর আটের অরো নামের এক কিশোর। এই সিনেমার মাধ্যমে আম জনতা প্রজেরিয়া নামের এক অতি বিরল জিন গত অসুখের নাম জানতে পারে। এই অসুখে আক্রান্ত শিশুরা অকাল বার্ধক্যের শিকার হয়। এবার বাস্তবেও অরোর দেখা মিলল।