Last Updated: Tuesday, November 27, 2012, 17:00
তোলাবাজিতে যুক্ত তৃণমূলের নেতা-কর্মীরা। মুখ্যমন্ত্রী সবই জানেন। সোমবার কৃষি দফতর হারানো মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের এই বিস্ফোরক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ফের কাঠগড়ায় তৃণমূল। এবার অভিযোগ প্রোমোটাররাজকে মদত যোগানোর। তিনতলা বাড়ির দখলদারি নিয়ে দুই প্রমোটারের রেষারেষির জেরে আজ উত্তাল হয়ে ওঠে ট্যাংরা এলাকা। অভিযুক্ত দুই প্রমোটারই তৃণমূলের মদতপুষ্ট বলে দাবি এলাকার বাসিন্দারদের।