Protest at Raisina H - Latest News on Protest at Raisina H| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্ষণকাণ্ডের প্রতিবাদের ঝড় রাইসিনা হিলসেও

ধর্ষণকাণ্ডের প্রতিবাদের ঝড় রাইসিনা হিলসেও

Last Updated: Friday, December 21, 2012, 14:29

`উই ওয়ান্ট জাসটিস!` ধ্বনিতে দিল্লি ধর্ষণকাণ্ডের প্রতিবাদ আছরে পড়ল রাইসিনা হিলসে। আজ দিল্লিতে সফদরজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ২৩ বছরের তরুণীর ন্যয়বিচারের দাবিতে নজিরবিহীন ভাবে কয়েক হাজার প্রতিবাদী মানুষের মিছিল রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভিতরে ঢুকে পড়েন। দোষীদের কড়া শাস্তির দাবি জানাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মিছিলে অংশগ্রহণকারীরা।