Last Updated: Friday, May 4, 2012, 20:36
একইসময়ে দুটি সমাবেশ। দুটি সমাবেশেরই উদ্যোক্তা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। দুটি সমাবেশেই সমর্থকরা এসেছেন তৃণমূলের পতাকা হাতে। মঞ্চ সাজানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে। পুরসভার সামনে শুক্রবার সমাবেশ ছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের।