R Chandrashekhar - Latest News on R Chandrashekhar| Breaking News in Bengali on 24ghanta.com
টুজি কাণ্ড: আজ হাজিরায় সিবিআই ডিরেক্টর

টুজি কাণ্ড: আজ হাজিরায় সিবিআই ডিরেক্টর

Last Updated: Tuesday, February 12, 2013, 10:32

টুজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইউনিটেক সংস্থার এমডি সঞ্জয় চন্দ্রার সঙ্গে সিবিআইয়ের আইনজীবী এ কে সিংয়ের গোপন কথোপকথনের একটি টেপ হাতে এসেছে সিবিআইএয়ের। এরপরই সঞ্জয় চন্দ্রাকে আইনি সহযোগিতা করছেন এ কে সিং, এই অভিযোগও উঠতে শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখে এ কে সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সিবিআই।