Last Updated: Wednesday, November 13, 2013, 10:48
ম্যাচের একেবারে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে ৩০ রান দেওয়ার খেসারতটা অবশেষে চোকালেন ইশান্ত শর্মা। টেস্ট দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের সিরিজে বাদ পড়লেন ইশান্ত শর্মা। ইশান্তের মতই একই সঙ্গে বাদ দেওয়া হল অপর পেসার বিনয় কুমারকে। বদলে আনা হল মুম্বইয়ের পেসার ধবল কুলকার্নি ও চেন্নাই সুপার কিংসের পেসার মোহিত শর্মাকে।