Last Updated: Monday, May 21, 2012, 09:09
ফের বিতর্কে আইপিএল। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হানা দিয়ে একশো গ্রাম কোকেন-সহ বিভিন্ন মাদক উদ্ধার করল পুলিস। ধরা পড়েছে দুই আইপিএল ক্রিকেটার রাহুল শর্মা এবং ওয়েন পার্নেল। দুজনেই পুণের ক্রিকেটার। ধৃত সব মিলিয়ে শতাধিক।