Last Updated: Thursday, April 12, 2012, 23:10
`ডেলহি বেলি`-র এন্ড ক্রেডিটে আইটেম সং করে সবাইকে চমকে দিয়েছিলেন `মিস্টার পারফেকশনিস্ট` আমির খান। আর সেই পথেই এবার হাঁটতে চলেছেন বিগ বি। রামগোপাল ভার্মার আগামী ছবি `ডিপার্টমেন্ট`-এ একটি আইটেম সং-এ দেখা যাবে তাঁকে।