RaGa milk - Latest News on RaGa milk| Breaking News in Bengali on 24ghanta.com
মোদী চায়ের হিসেব রাহুল দুধে মেটাতে চায় কংগ্রেস

মোদী চায়ের হিসেব রাহুল দুধে মেটাতে চায় কংগ্রেস

Last Updated: Friday, February 21, 2014, 11:30

মোদীর চায়ের জবাব দিতে দুধ নিয়ে এল কংগ্রেস। বিজেপির নমো চায়ে-র জবাব এখন কংগ্রেসের রাগা দুধ। গত সপ্তাহেই দেশের এক হাজারটা জায়গায় চায়ে চৌপায়ের আয়োজন করেছিল বিজেপি। আর সোমবারই গোরখপুরের গোলঘরে পথচলতি মানুষদের ফ্রিতে দুধ বিলি করল কংগ্রেস। কাগজের কাপে আঁকা ছিল রাহুল গান্ধীর মুখ।