Last Updated: Friday, February 21, 2014, 11:30
মোদীর চায়ের জবাব দিতে দুধ নিয়ে এল কংগ্রেস। বিজেপির নমো চায়ে-র জবাব এখন কংগ্রেসের রাগা দুধ। গত সপ্তাহেই দেশের এক হাজারটা জায়গায় চায়ে চৌপায়ের আয়োজন করেছিল বিজেপি। আর সোমবারই গোরখপুরের গোলঘরে পথচলতি মানুষদের ফ্রিতে দুধ বিলি করল কংগ্রেস। কাগজের কাপে আঁকা ছিল রাহুল গান্ধীর মুখ।