Last Updated: Saturday, July 5, 2014, 16:06
মাত্র এক বছর আগে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার হয়ে বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ। জিয়ার মা রাবিয়া খান জিয়ার বয়ফ্রেন্ড বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চলি পুত্র সুরজ পাঞ্চলির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছিলেন। এবার রাবিয়ার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন সুরজের অভিনেতা বাবা-মা আদিত্য পাঞ্চলি ও জারিনা ওয়াহাব।