Last Updated: Monday, February 3, 2014, 09:11
অরুণাচলের ছাত্র নিডো তানিয়ামের হত্যার প্রতিবাদে রবিবার দিল্লির রাজপথে প্রতিবাদে সামিল হলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শতাধিক ছাত্র-ছাত্রী। অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিডো পাভিত্রার ছেলে নিডোকে জনসমক্ষ্যে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন নিডো।