Last Updated: Monday, February 3, 2014, 12:27
মোবাইল ফোন ছাড়া একটা দিনও কি ভাবা সম্ভব কারোর পক্ষে?শহর হোক বা গ্রাম বর্তমান জীবনের প্রতিটা ভাঁজে খাঁজে ওতোপ্রতো জড়িয়ে আছে ওই ছোট্ট মুঠোফোন। আমরা সবাই কমবেশি নোমোফোবিয়াকস। কিন্তু জানেন কি এই পুঁচকি গেজেট আপনার জীবনে ঠিক কী কী বিপদ ডেকে আনতে পারে? মোবাইল ফোন শরীরের পক্ষে বিশেষ সুবিধার নয় এই আপ্তবাক্যটি এখন কম বেশি সবারই জানা। কিন্তু ঠিক কী কী বিপদ ডেকে আনতে পারে? কীভাবে? প্রতিকারই বা কী? তারই এক ঝলক রইল মোবাইল প্রেমীদের জন্য।