Last Updated: Monday, March 5, 2012, 15:53
সম্পত্তির লোভেই শ্বশুরকে খুন করেছে জামাতা। কিন্তু শেষরক্ষা হল না। ধরা
পড়ে গেল বউবাজারের ব্যবসায়ী নীতীশ জয়সওয়াল খুনের ঘটনায় মূল অভিযুক্ত অমিত
চৌধুরী। শ্বশুরকে খুনের জন্য নিজের ৫ পরিচিতকে ২০ হাজার টাকা করে সুপারি
দিয়েছিল অমিত। এই ঘটনায় জড়িত আরও দুজনকে খুঁজছে পুলিস।