Railway Budget 2014 - Latest News on Railway Budget 2014| Breaking News in Bengali on 24ghanta.com
বুলেট ট্রেন পেল দেশ, এফডিআই নিয়ে জোর জল্পনা,  রেকর্ড উচ্চতায় পৌছল শেয়ার বাজার  LIVE UPDATE

বুলেট ট্রেন পেল দেশ, এফডিআই নিয়ে জোর জল্পনা, রেকর্ড উচ্চতায় পৌছল শেয়ার বাজার LIVE UPDATE

Last Updated: Tuesday, July 8, 2014, 09:35

আজ সংসদে রেলবাজেট পেশ করবেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। এটাই মোদী সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে গুরুত্ব পেতে পারে দ্রুত গতির বুলেট ট্রেন। রেলের আয় বাড়াতে জোর দেওয়া হতে পারে পিপিপি মডেল ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে।