Last Updated: Wednesday, December 19, 2012, 21:36
পরপর দুটি হারের পর ঘরোয়া লিগে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে রেলওয়ে এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল মরগ্যানের দল। প্রথমার্ধেই দুটি গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথম গোলটি করেন চোট কাটিয়ে কামব্যাক করা সঞ্জু প্রধান। তাঁর পেনাল্টি কিক রেল গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বল গোলে ঠেলে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক। দ্বিতীয় গোলটি করেন লেন। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মননদীপ এবং ভাসুম।