Railways bribery sca - Latest News on Railways bribery sca| Breaking News in Bengali on 24ghanta.com
রেলগেট কাণ্ড: সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে বনশল

রেলগেট কাণ্ড: সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে বনশল

Last Updated: Tuesday, June 4, 2013, 14:39

তাঁর ভাগ্নে ঘুষ নিয়েছেন। অথচ তিনি নিজে রেলমন্ত্রী হয়েও কিছুই জানতেন না। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের এই দাবি মানতে নারাজ সিবিআই। তাই রেলে পদোন্নতিতে ঘুষকাণ্ডে এবার বনশল সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন প্রাক্তন রেলমন্ত্রী। গতকালই সমন পাঠানো হয়েছিল তাঁকে।