Last Updated: Friday, May 2, 2014, 11:42
গড়িয়া স্টেশনে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের বিক্ষোভে হামলা করল তৃণমূল কংগ্রেস। সোনারপুর রাজপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জির নেতৃত্বে হামলা হয় অবরোধকারীদের উপর। আগের ঘোষণা মতোই আজ সকালে রাজ্যের বিভিন্ন এলাকার মতো গড়িয়া স্টেশনেও অবরোধ শুরু করেন চিটফান্ডে প্রতারিতরা।