Last Updated: Friday, June 22, 2012, 14:25
ইউসুফ রাজা গিলানির স্থানে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হলেন রাজা পারভেজ আশফাক। শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টির তরফে আনুষ্ঠানিকভাবে তাঁকে নেতা নির্বাচিত করার পরই প্রধানমন্ত্রী পদে তাঁর নিযুক্তিতে সম্মতি দেয় শাসক জোটের দুই শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট ও ন্যাশনাল আওয়ামি পার্টি।