Last Updated: Saturday, November 19, 2011, 15:39
দীর্ঘদিন ধরে আস্থা এবং বিশ্বাস অর্জনের পরেই সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ করানো হল জাগরী বাস্কে এবং রাজারাম সোরেনকে। দু হাজার সালের প্রথম দিক থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেন জাগরী এবং রাজারাম। সন্তানের টানেই সমাজ জীবনে ফিরে আসার সেই চেষ্টা অবশেষে বাস্তবায়িত হল একবছর পরে।