Last Updated: Wednesday, July 25, 2012, 22:42
রাষ্ট্রীয় প্রতীক অবমাননার ছবি ধরা পড়ল কলকাতায়। তাও আবার খোদ রাজভবনে। নর্থ গেটে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে যে ধাতব অশোকস্তম্ভ রয়েছে বিতর্ক তা নিয়েই। তাতে নেই দেবনগরী হরফে খোদিত সত্যমেব জয়তে বাণী। রয়েছে আরও কয়েকটি অসম্পূর্ণতা।