Last Updated: Thursday, February 20, 2014, 23:33
রাজীব গান্ধীর তিন হত্যাকারীর মুক্তির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘোষণা করেছিলেন হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত সাতজনকে মুক্তি দেবে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। আদালত জানিয়েছে দোষীদের মুক্তি দেওয়ার অধিকার রাজ্য সরকারের থাকলেও আইনি প্রক্রিয়া মেনে সরকারকে এগোতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখতে বলেছে শীর্ষ আদালত।