Last Updated: Saturday, August 17, 2013, 14:45
ভগত সিং। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূচনা ভাগের সদস্য। ১৯৩১-এ মাত্র ২৩বছর বয়সে ভারতের ব্রিটিশ সরকারের নির্দেশে দুই সঙ্গী রাজগুরু ও সুখদেবের সঙ্গে ফাঁসি হয় ভগত সিংয়ের। সারা দেশ তাঁকে শহীদ ভগত সিং নামে চিনলেও স্বাধীনতাত্তোর ভারতে সরকারি খাতায় কলমে শহীদ নন ভগত সিং।