Last Updated: Tuesday, July 17, 2012, 22:15
জুনেইদ আমির খান এবার আসতে চলেছেন বলিউডে। আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর প্রথম সন্তান জুনেইদের বয়স এখন ১৭। আর এর মধ্যেই তিনি ঠিক করে ফেলেছেন যে বলিউডই হবে তাঁর কর্মক্ষেত্র। তবে জুনেইদকে রূপোলী পর্দাতে দেখতে পাওয়া যাবে না।