Last Updated: Saturday, March 17, 2012, 10:04
রাজ্যসভা নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে বিজেপি`র টিকিট পেয়েছেন রাজ্যসভার প্রাক্তন চেয়ারপার্সন নাজমা হেপতুল্লা, ক্যাপ্টেন সিং সোলাঙ্কি, থাবরচাঁদ গোহলট এবং ২০০৮ সালে লোকসভার আস্থাভোটে ঘুষকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন সাংসদ ফগ্গন সিং কুলাস্তে।