Rajyasabha vote - Latest News on Rajyasabha vote| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্যসভার ভোটে বিকিয়ে যাওয়াদের বিরুদ্ধে রোশ ফুঁসল ব্রিগেড

রাজ্যসভার ভোটে বিকিয়ে যাওয়াদের বিরুদ্ধে রোশ ফুঁসল ব্রিগেড

Last Updated: Sunday, February 9, 2014, 18:03

রাজ্য সভা ভোটে বিকিয়ে যাওয়া তিন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বামেদের ব্রিগেড। শুধুমাত্র মাত্র নেতারাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরাও ক্ষোভ উগরে দিলেন দশরথ তিরকে, অনন্ত দেব অধিকারী এবং সুনীল মণ্ডলদের বিরুদ্ধে।