Last Updated: Thursday, August 2, 2012, 21:05
গতানুগতিক ছবির থেকে অনেকটাই আলাদা ছিল এদিনের মহাকরণ। রাখিবন্ধন উত্সবকে ঘিরে সকাল থেকেই একটু একটু অন্যমেজাজে মহাকরণ। সকালেই রাষ্ট্রপতির জন্য রাখি আর মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল ছোট্ট শুভেচ্ছে বার্তা। বিকেলে রাষ্ট্রপতি নিজের হাতে লিখে শুভেচ্ছে পাঠান বোন মমতাকে।