Last Updated: Friday, February 28, 2014, 09:09
১২ বছরের বিচ্ছেদের পর ফের পূনর্মিলন। ২০০২ গুজরাট দাঙ্গার পর এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন রাম বিলাস পাসওয়ান। ১২ বছর পর ফের গেরুয়া শিবিরে ফিরে এলেন তিনি। যাঁর বিরোধীতা করে একদা এনডিএ ছেড়েছিলেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো, গুজরাতের মুখ্যমন্ত্রী সেই নরেন্দ্র মোদীকেই ভারতের প্রধানমন্ত্রী রূপে দিল্লির মসনদ দখলে সমর্থন জানাতে এনডিএ-তে যোগ দিলেন পাসওয়ান।