Last Updated: Thursday, June 27, 2013, 14:39
চারদিক ঘন সবুজে ঘেরা। পাশেই কুল কুল শব্দে বয়ে চলেছে ছোট্ট ঝর্ণা। এর মাঝেই এক ফালি ছোট্ট গ্রাম। রামবালা। প্রাকৃতিক সৈন্দর্যে ভরপুর এই গ্রাম বিখ্যাত ছিল কিছুটা অন্য কারণে। কেদারনাথ থেকে গৌরীকুণ্ড ফেরার পথে দর্শনার্থীদের বিশ্রামের সেরা ঠিকানা ছিল এই রামবালা। আর এখন? জুনের ভয়াবহ বন্যায় এখন আর কিচ্ছু নেই। ১৬-১৭তারিখের প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে রামবালার শেষ চিহ্নটুকু।