Last Updated: Wednesday, February 26, 2014, 19:32
লোকসভা ভোটে সম্ভবত বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে লোকজন শক্তি পার্টি। আজ এলজেপি নেতা রামবিলাস পাসোয়ান জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়াতেই বিকল্পের খোঁজে নেমেছেন তিনি। কে সেই বিকল্প? তা অবশ্য জানাননি। কিন্তু তৃতীয় ফ্রন্ট নিয়ে মোটেও আগ্রহী নন। ঘনিষ্ঠ মহলের মতে, বিজেপির সঙ্গে জোট গড়া নিয়েও খানিকটা দ্বিধাগ্রস্ত রামবিলাস পাসোয়ান। বিজেপির সঙ্গে গেলে ধাক্কা খেতে পারে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি। এটাই ভাবাচ্ছে রামবিলাস পাসোয়ানকে।