Ramesh Agarwal - Latest News on Ramesh Agarwal| Breaking News in Bengali on 24ghanta.com
গ্রিন নোবেল পেলেন রমেশ আগরওয়াল

গ্রিন নোবেল পেলেন রমেশ আগরওয়াল

Last Updated: Thursday, May 1, 2014, 10:01

গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বা গ্রিন নোবেল পুরস্কারে সম্মানিত হলেন পরিবেশবিদ রমেশ আগরওয়াল। সানফ্রানসিসকোয় এক অনুষ্ঠানে প্রচারের আলোর বাইরে থাকা পরিবেশ আন্দোলনের সৈনিককে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে সম্মানিত করা হয়। এবছর সারা বিশ্ব থেকে পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য ছজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আর এশিয়া থেকে এই পুরস্কার পেয়েছেন একমাত্র রমেশ আগরওয়াল।রমেশ আগরওয়াল। ছত্তিসগড়ের রায়গড়ের বাসিন্দা এই মানুষটি গত দুদশক ধরে অবৈধ খনন এবং কয়লা মাফিয়াদের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছেন। পরিবেশ রক্ষায় অতন্দ্র প্রহরী এই রমেশ আগরওয়ালই এবার সম্মানিত হলেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পুরস্কারে।