Rammohan Library - Latest News on Rammohan Library| Breaking News in Bengali on 24ghanta.com
সেন্সরশিপের ফতোয়ার বিরোধিতায় এবার রাজ্যের গ্রন্থাগারগুলি

সেন্সরশিপের ফতোয়ার বিরোধিতায় এবার রাজ্যের গ্রন্থাগারগুলি

Last Updated: Thursday, March 29, 2012, 19:52

গ্রন্থাগারে সংবাদপত্র রাখার সরকারি নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্কের মাঝেই এবার সরব হল রাজ্যের গ্রন্থাগারগুলি। অধিকাংশ গ্রন্থাগারই মনে করছে এই নির্দেশিকা জারি করে সরকার সরাসরি পাঠকের অধিকারে হস্তক্ষেপ করছে বলে মনে করছে রাজ্যের অধিকাংশ গ্রন্থাগার।