Last Updated: Sunday, January 19, 2014, 12:20
ফের চলন্ত ট্রেনে ডাকাতির ঘটনা। শনিবার আপ হাওড়া-অমৃতসর এক্সপ্রেস রানিগঞ্জ স্টেশন ছাড়াতেই যাত্রীদের ওপরে চড়াও হয় প্রায় ২০ জনের এক দুষ্কৃতীদল। শুরু হয় লুঠপাট। বাধা দিলে চলে মারধর। আধঘণ্টা ধরে লুঠপাট চালানোর পর চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন ৭ জন যাত্রী। যাত্রী সেজেই ট্রেনে উঠেছিল দুষ্কৃতীরা।