Last Updated: Thursday, June 19, 2014, 11:14
ছোট থেকেই চ্যাপলিনের ভক্ত। আর সেই চ্যাপলিন নিয়েই এবার বিশ্বের দরবারে ভারতের একমাত্র প্রতিনিধি হতে চলেছেন কলকাতার রঞ্জামৃত্তিকা ভৌমিক। বিভিন্ন সিনেমায় রাজ কপূরের চরিত্রে চার্লি চ্যাপলিনের প্রভাব নিয়ে একটি গবেষণাধর্মী কাজ করেছেন তিনি। তার সৌজন্যেই ইতালির বোলোনিয়ায় চ্যাপলিন সম্মেলনে ডাক পেয়েছেন রঞ্জামৃত্তিকা।