Last Updated: Monday, January 20, 2014, 17:08
সাত বছরের অপেক্ষা আরও দীর্ঘ হল। এবারও রনজি ট্রফির ফাইনালে ওঠা হল না বাংলার। ইন্দোরে সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গেল লক্ষ্মীরতন শুক্লর দল। ম্যাচের দ্বিতীয় দিনেই পরিষ্কার হয়ে গিয়েছিল বাংলার স্বপ্ন শেষ হওয়া সময়ের অপেক্ষা। আজ তাতেই সরকারি সিলমোহর পড়ে গেল। ১০ উইকেটে হেরে বাংলার অভিযান শেষ হয়ে গেল। এবারও ক্রিকেটে ভারতসেরা হওয়ার স্বপ্ন ঘুমেই সীমাবদ্ধ থাকল।