Last Updated: Friday, February 15, 2013, 16:58
নগরপাল অপসারণ বিতর্কে ভিন্ন সুর শোনা গেল মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েতমন্ত্রীর কথায়। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, গার্ডেনরিচ কাণ্ডে ব্যবস্থা নিতে দেরি হওয়ায়, অ্যাকশন নিতে বাধ্য হয়েছেন তিনি। যদিও পঞ্চায়েতমন্ত্রীর বক্তব্য, পচনন্দার বদলির সঙ্গে অন্য কোনও সম্পর্ক নেই। রঞ্জিত পচনন্দাকে কেন নগরপালের পদ থেকে সরানো হল, বৃহস্পতিবার সন্ধেতেই তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অ্যাকশন নিতে দেরি হয়েছে বলে, আমাকে এই অ্যাকশনটা নিতে হয়েছে।"