Last Updated: Friday, March 7, 2014, 22:17
ধর্ষিত ২০১৩ সালে, ১০৪ তম আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন কেরালার কোজিকোড়ে একটি ৩ বছরের শিশু শিকার হল গণধর্ষণের। রাস্তায় শিশুটিকে পিঁপড়ে মোড়া অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কিছু স্কুলপড়ুয়া। অন্যদিকে, গাজিয়াবাদের অদূরে এক ১৯ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে কিছু দুষ্কৃতী। আজ, ২০১৪ সালে, ১০৫ তম আন্তর্জাতিক নারী দিবসে এই পৃথিবী, এই দেশের আনাচে কানাচে আরও কত মেয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষিত হচ্ছে তার কত শতাংশ ঠাঁই পাচ্ছে খবরের কাগজে? অঙ্কের হিসাব নিকাশ করতে গেলে শতাংশের ঘর লজ্জা পাবে। আর বৈবাহিক ধর্ষণ? সেতো এদেশে অপরাধই নয়।