Last Updated: Sunday, December 11, 2011, 20:40
পাঁচশোটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলেন মালদার মঙ্গলবাড়ি পুলিস ফাঁরির কর্মীরা। চৌঁত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি ট্রাকে করে কচ্ছপগুলি পাচার করা হচ্ছিল। কচ্ছপগুলি বেনারস থেকে আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।