Last Updated: Saturday, March 9, 2013, 20:17
অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সোনালী দৌড় থেমে গেল। চিনের শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সাইনা হারলেন তাইল্যান্ডের রাতচানোক ইন্টাননের বিরুদ্ধে। শনিবার ভারতের ব্যাডমিন্টন রানি হারেন ১৫-২১, ১৯-২১। সাইনাকে দেখে মনে হচ্ছিল তিনি তাঁর যাবতীয় শক্তি কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিয়েছেন। এদিন সাইনার ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কয়েকজন তাই সুন্দরী সমর্থক। তাদের হাতে ছিল তাইলান্ডের জাতীয় পশু হাতির ছবি। সেই ছবির নীচে লেখা হাতির পা পিষে দাও সাইনার বিজয়রথ। বাস্তবেও কিছুটা তাই হল।