Last Updated: Friday, May 4, 2012, 15:39
টাট্রা ট্রাক কেলেঙ্কারিতে অভিযুক্ত অনাবাসী ভারতীয় শিল্পপতি রবি ঋষির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। শুক্রবার ঋষি`র মালিকানাধীন সংস্থা `ভেকট্রা হেলিকপ লিমিটেড`-এর উড়ান-নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করা হয়েছে।