Last Updated: Thursday, June 7, 2012, 11:42
ভারতীয় নৌবাহিনীর `ওয়ার রুম` থেকে গোপন নথি লোপাটের মামলার ঘটনায় দিল্লি ও গুরুগাঁওয়ের ১০টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। সেই সঙ্গে ২০০৬ সালে এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ভার্মার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সুইস কোম্পানির কাছে নৌসেনার যুদ্ধপ্রস্তুতি সংক্রান্ত তথ্য বেচে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ এনেছে সিবিআই।