Rayberili - Latest News on Rayberili| Breaking News in Bengali on 24ghanta.com
এখনই সক্রিয় রাজনীতির শরিক হতে নারাজ প্রিয়াঙ্কা

এখনই সক্রিয় রাজনীতির শরিক হতে নারাজ প্রিয়াঙ্কা

Last Updated: Friday, September 14, 2012, 18:44

"এখনই রাজনীতিতে আসার পরিকল্পনা নেই আমার। সক্রিয় রাজনীতির বাইরে থেকেই আমি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত মায়ের নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব সামলেছি"। আগামী লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে চলতে থাকা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার একথা জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী।