Last Updated: Friday, October 19, 2012, 16:55
মুঘলাই দাওয়াত-ই-ওয়ালিমা দিয়ে শেষ হল সইফিনার পাঁচদিনের বিবাহ পর্ব। সেদিক দিয়ে দেখতে গেল কালই ছিল নবাবী বিয়ের দশমী। দুর্গাপুজোর বিজয়ার মতই দিল্লির অওরঙ্গজেব রোডের সরকারি বাংলোয় একদিনের জন্য সদ্য গজিয়ে ওঠা সইফ-করিনার মুঘল প্যালেসও পরিণত হয়েছিল মিলন মেলায়।