Rehman Malik in Indi - Latest News on Rehman Malik in Indi| Breaking News in Bengali on 24ghanta.com
হাফিজ সঈদ নিয়ে প্রমাণ দেয়নি ভারত: রেহমান মালিক

হাফিজ সঈদ নিয়ে প্রমাণ দেয়নি ভারত: রেহমান মালিক

Last Updated: Friday, December 14, 2012, 12:00

মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও ইঙ্গিতই দিলেন না পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। তিনদিনের সফরে আজ বিকেলে দিল্লিতে পৌঁছন তিনি। সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। তাঁর দাবি, হাফিজ সঈদ সম্পর্কে পাক সরকারের কোনও প্রীতি নেই।  নির্দিষ্ট তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। তাঁর দাবি, ভারতের তরফে পাকিস্তানের হাতে সন্ত্রাসের যেসব নথি তুলে দেওয়া হয়েছে তাতে শুধুই তথ্য রয়েছে, কিন্তু প্রমাণ নেই।