Last Updated: Tuesday, July 30, 2013, 08:20
গণনার দিন ফের পুনর্নিবাচনের নির্দেশ। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল এবারের পঞ্চায়েত ভোট। গণনায় গণ্ডগোলের জেরে বর্ধমানের মেমারির ৫৫টি ও হুগলির জাঙ্গিপাড়ার একটি বুথে পয়লা অগাস্ট ফের ভোট নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।