Last Updated: Friday, February 14, 2014, 16:38
যদি তুমি ভালবাসার খোঁজ কর, ফেসবুক তাহলে তোমাকে জানাবে কলোরাডো স্প্রিংস ভালবাসার সেরা ঠিকানা। ভ্যালেন্টাইনস ডে-তে ফেসবুক এক অভিনব সমীক্ষা চালিয়েছে। এই সমীক্ষার ফল স্বরূপ উঠে এসেছে বেশ কিছু মজার মজার তথ্য।