Reverse Rate - Latest News on Reverse Rate| Breaking News in Bengali on 24ghanta.com
বাড়ল মুদ্রাস্ফীতির হার, অপরিবর্তিত সুদের হার

বাড়ল মুদ্রাস্ফীতির হার, অপরিবর্তিত সুদের হার

Last Updated: Monday, June 18, 2012, 12:32

কমল না ঋণে সুদের হার। আজ ঋণনীতি ঘোষণা করতে গিয়ে রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিসার্ভ রেসিও বা সিআরআর সবকিছুই অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। মে মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৬ শতাংশ। এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ছিল ১০.২৬ শতাংশ।